বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমান প্রেক্ষাপটে নিজেদের সুরক্ষায় সিসি ক্যামেরা ব্যবহার অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আবার সিসি ক্যমেরা ব্যবহার অনেকের জন্য বেশ ব্যয়বহুল বিষয়ও। কিন্তু আপনি চাইলেই নিজের অফিস, বাসা বা অন্য যে কোনো জায়গার সুরক্ষা বাড়িয়ে তুলতে পারেন একটি এন্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে। এজন্য প্রয়োজন একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ও একটি কম্পিউটার। এন্ড্রয়েড ফোনটি ব্যবহৃত হবে সিসি ক্যামেরা হিসেবে আর কম্পিউটারটি ব্যবহৃত হবে টিভি হিসেবে।
এটি দুইভাবে ব্যবহার করতে পারেন। প্রথমত: ইন্টারনেটের মাধ্যমে আর দ্বিতীয়ত: ইন্টারনেট ছাড়া। ইন্টারনেট সহকারে ব্যবহার করলে আপনি পৃথিবীর যে কোন জায়গা থেকে মনিটরিং করতে পারবেন। আর যদি ইন্টারনেট ছাড়া ব্যবহার করেন তবে আপনার এন্ড্রয়েড ফোনের হটস্পট যতদূর কানেকশন পায় ততদূর মনিটরিং করতে পারবেন।
যেভাবে বানাবেন: