বিনোদন ডেস্ক : ভুয়া ফ্যান পেজ নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে আছেন জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী সাবিলা নূর। সাবিলার নামে খোলা ভুয়া ফেসবুক পেইজের অনুসারী ১৫ লাখেরও বেশি। আর রিয়েল পেজে লাইক ১৭ লাখের মতো।
সম্প্রতি ধর্মীয় ইস্যুতে ফ্রান্সকে বয়কটের ডাক দিয়েছে সাবিলা নূরের নামে খোলা ফেইক ফেসবুক পেজটি। পেজটিতে একাধিক পোস্ট দিয়ে বলা হচ্ছে- এই পোস্ট যাদের চোখেই পড়বে কমপক্ষে দশটা হ্যাশট্যাগ না দিয়ে যাবেন না! পোস্টগুলো শেয়ারও করছেন অনেকে।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে সাবিলা নূর বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকেই খেয়াল করছি এই ফেইক পেজটির লাইক কেবল বাড়ছেই। এটি নিয়ে আমি চিন্তিত। পেজটিতে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে এর অনুসারী বর্ধিত করা হচ্ছে। যার ফলে বিব্রতকর পরিস্থিতিতে আছি আমি।
নকল পেজটি বন্ধ করতে কোনো আইনি পদক্ষেপ নেবেন কিনা এমন প্রসঙ্গে গণমাধ্যমকে সাবিলা বলেন, ব্যবস্থা নিচ্ছি না কারণ পেজটির অ্যাডমিন বা ক্রিয়েটরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। যোগাযোগ করা গেলে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেব। যদি তাতে সফল না হই, তাহলে আইনগত ব্যবস্থা নেব। এত ফলোয়ার নিয়ে দুটি পেজ পাশাপাশি রাখতে চাই না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।