Advertisement
স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক নারী ফুটবলার হোপ সোলোকে গ্রেফতার করা হয়েছে। নিজের সন্তানদের ওপর অত্যাচারের অভিযোগে গত বৃহস্পতিবার উত্তর ক্যারোলিনা থেকে তিনি গ্রেফতার হন। খবর সিএনএনের।
এক বিবৃতিতে উইন্সটন সালেম পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, গ্রেফতারের সময় তার গাড়িতে দুই বছরের যমজ দুটি সন্তান ছিল। এতে গ্রেফতারের পর জামিনে মুক্তি পান সাবেক এই ফুটবলার।
এদিকে, হোপ সোলোর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন থাকায় গণমাধ্যমে আর কোনো তথ্য জানাতে রাজি হয়নি মার্কিন পুলিশ। উল্লেখ্য, শিশুদের ওপর অত্যাচার, গ্রেফতার এড়িয়ে যাওয়ার চেষ্টা এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মতো বেশ কিছু অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের সাবেক এই গোলরক্ষকের বিরুদ্ধে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel