বিনোদন ডেস্ক : বলিউডের কিং খান খ্যাত সুপারস্টার শাহরুখ খান বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে থাকলেও এক সময় মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে নিজের ছবির টিকিট নিজেই বিক্রি করেছিলেন।
১৯৯৪ সালে যখন শাহরুখ এই কাজ করেছিলেন, তখন বলিউডে তাকে নবাগতই বলা চলে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, তখন ‘কাভি হাঁ কাভি না’র প্রদর্শনীর উদ্বোধনী দিনে তিনি মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহের অগ্রিম টিকিট বুকিং উইন্ডোতে বসেছিলেন শাহরুখ। টিকেটে অটোগ্রাফ দিয়ে তা দর্শকদের কাছে বিক্রি করেছিলেন তিনি, অর্থও পেয়েছিলেন।
ওই সিনেমায় অভিনয় করেছিলেন সুচিত্রা কৃষ্ণমূর্তি ও দীপক তিজোরি।
শাহরুখ ওই সিনেমার নির্মাতার প্রথম পছন্দ ছিলেন না বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
নির্মাতারা ‘কাভি হা কাভি না’ এর জন্য আমির খান এবং জুহি চাওলাকে প্রধান জুটি হিসেবে চেয়েছিলেন। শাহরুখের অভিনয় করার কথা ছিলো দ্বিতীয় প্রধান চরিত্রে।
তবে পরে আমির ও জুহি চলচ্চিত্রটি ছেড়ে দিলে শাহরুখ খান প্রধান চরিত্রটিতে অভিনয়ের সুযোগ পান। জুহি অবশ্য সিনেমাটিতে একটি বিশেষ চরিত্রে উপস্থিত হয়েছিলেন।
কাভি হাঁ কাভি না’ মুক্তির তিন বছর আগে শাহরুখের বলিউড অভিষেক ঘটে। ‘দিল আশানা হ্যায়’ দিয়ে তিনি বলিউডে অভিনয় শুরু করলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমাটি হল ‘দিওয়ানা’। যেখানে তার সঙ্গে ছিলেন ঋষি কাপুর ও দিব্য ভারতী।
১৯৮২ সালে দিওয়ানা মুক্তি পাওয়ার পরই বলিউডে মাটি খুঁজে পান শাহরুখ। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।