আন্তর্জাতিক ডেস্ক : দুবাইয়ের আলোচিত-সমালোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানের দোকান থেকে চাইলে ৫ কেজি স্বর্ণও কেনা যাবে। আজ শুক্রবার ফেসবুক লাইভে এসে এমন দাবিই করেছেন আরাভ খান।
নিজের স্বর্ণের দোকান আরাভ জুয়েলার্স থেকে ফেসবুক লাইভে এসে তিনি বলেন, ‘আমার যত গোল্ড (স্বর্ণ) রাখছি, সম্পূর্ণ সিঙ্গাপুরে রাখছি। আর অলরেডি আরও আমার মাল আসতেছে। ইনশাল্লাহ অনেক মাল আসতেছে। সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডের বিভিন্ন জায়গার মাল আসতেছে। যারা সেল-বাই (কেনা-বেচা) করতে চান, যারা ট্রেডিং করতে চান। আমাদের ট্রেড চলতেছে। ১০০ কেজি, ২০০ কেজি, ১ কেজি, ১০০ গ্রাম, ২০০ গ্রাম ট্রেড করতে পারবেন।’
আরাভ বলেন, ‘যারা বাই-সেল করতে চান তারা বাই-সেল করতে পারবেন। আর ১ হাজার কেজি, ২ হাজার কেজি, ৫ হাজার কেজি এখানে বাই-সেল করা যাবে ইনশাল্লাহ।’
তিনি বলেন, ‘কেজি বার হচ্ছে আমার মেইন বিজনেস। তারপরও অর্নামেন্টস আমি রাখছি প্রবাসী ভাইদের জন্য। এটা কোনো প্রফিটের জন্য না।’
চলতি বছরের মার্চে দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়াঙ্গন ও চলচ্চিত্র তারকাদের আমন্ত্রণ জানান আরাভ খান। এ নিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। এই আলোচনার মধ্যে জানা যায় আরাভ খান ২০১৮ সালে পুলিশের বিশেষ শাখা-এসবির পরিদর্শক মামুন ইমরান খান হত্যাকাণ্ডের পলাতক আসামি। তার প্রকৃত নাম রবিউল ইসলাম ওরফে আপন ওরফে হৃদয় ওরফে সোহাগ। মামলার পরপর তিনি ভারতে পালিয়ে গিয়ে আরাভ খান নামে পাসপোর্ট তৈরি করেন। এরপর দুবাইয়ে পাড়ি জমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।