ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী শোভিতা শিবান্নার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩০ বছর। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।
রোববার ভারতের হায়দরাবাদের নিজ বাড়ি থেকে শোভিতার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে এই মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। শোভিতার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে পাঠানো হয়। যদিও এই মর্মান্তিক মৃত্যুর পেছনে সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, ঘটনায় মামলা দায়ের হয়েছে, সেই ভিত্তিতেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু
সংবাদ সংস্থা এএনআই এর খবর থেকে জানা যায়, গাছিবাউলি থানার পুলিশ জানিয়েছেন, তেলেঙ্গানার রাঙ্গারেড্ডির বাসিন্দা কন্নড় অভিনেত্রী শোভিতা শিবান্নাকে কোন্ডাপুরে তার নিজের অ্যাপার্টমেন্টেই মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বাড়িটি গাছিবোলি থানা এলাকার মধ্যে পড়ে।
প্রাথমিকভাবে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।