Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে জুন পর্যন্ত প্রয়োজন ৬৩ হাজার কোটি টাকা
জাতীয়

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে জুন পর্যন্ত প্রয়োজন ৬৩ হাজার কোটি টাকা

Saumya SarakaraMarch 20, 20253 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : গ্রীষ্মে বিদ্যুৎ-জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে জুন পর্যন্ত ৬৩ হাজার কোটি টাকা (৫১৭ কোটি মার্কিন ডলার) চেয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। চলতি মাস থেকে জুন পর্যন্ত এলএনজি, বিদ্যুৎ ও তেল আমদানি এবং বকেয়া বিল শোধ করতে এই অর্থ প্রয়োজন বলে অর্থ বিভাগে চিঠি দেওয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির বকেয়ার পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।

নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহেচৈত্র মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গরম বাড়ছে। আগামী এপ্রিল ও মে মাসে তাপমাত্রার পারদ ওপরের দিকেই থাকবে। একই সঙ্গে চলছে সেচ মৌসুম। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী, এবার গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, এবারের গরমে লোডশেডিং হতে পারে দেড় হাজার মেগাওয়াট। কিন্তু অর্থ ও ডলার সংকটে জ্বালানি আমদানি বাধাগ্রস্ত হলে লোডশেডিং ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যেতে পারে।

বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহ চিত্র

বর্তমানে দেশে বিদ্যুতের প্রকৃত উৎপাদন সক্ষমতা ২৭ হাজার ১১৫ মেগাওয়াট। গরমে বিদ্যুতের চাহিদা হবে ১৮ হাজার ২৩২ মেগাওয়াট। তবে জ্বালানি সংকট, কেন্দ্রের রক্ষণাবেক্ষণ ও অদক্ষতার কারণে চাহিদা অনুসারে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না।

গরমে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিনে প্রয়োজন দেড় লাখ টন ফার্নেস অয়েল ও ১৫ থেকে ১৬ হাজার টন ডিজেল। দৈনিক কয়লার চাহিদা ৪০ হাজার টন। বিদ্যুৎ উৎপাদন খাতে দিনে ১৫০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ পাচ্ছে গড়ে ১০৫ কোটি ঘনফুট। এপ্রিল থেকে ১২০ কোটি ঘনফুট গ্যাস বিদ্যুৎকেন্দ্রগুলোতে দেওয়া হবে। গত বছর বিদ্যুৎ খাতে গড়ে ১১০ থেকে ১১৫ কোটি ঘনফুট গ্যাস দিয়েছিল পেট্রোবাংলা।

বকেয়ার বোঝা
অর্থ সংকটে কয়লা, ফার্নেস অয়েল ও গ্যাস আমদানি ব্যাহত হওয়ায় গত বছর গরম মৌসুমে বিভিন্ন সময় পায়রা, রামপাল, এস আলমসহ অনেক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ ছিল। এ কারণে লোডশেডিং বেড়ে গিয়েছিল। বাধ্য হয়ে শেখ হাসিনার সরকার তালিকা করে লোডশেডিং দিয়েছিল দেশজুড়ে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বকেয়া বিল ফের বাড়ছে। বিদ্যুৎ, তেল ও গ্যাস কোম্পানিগুলোর পাওনা ৫০ হাজার কোটি টাকার বেশি। কোম্পানিগুলো দ্রুত পাওনা পরিশোধে এখন অন্তর্বর্তী সরকারকে তাগাদা দিচ্ছে। জানা গেছে, বিদ্যুৎ কেনা বাবদ প্রায় ৪০ হাজার কোটি টাকার বেশি পাওনা জমেছে।

বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের (বিপ্পা) সভাপতি কে এম রেজাউল হাসনাত বলেন, অন্তর্বর্তী সরকারে অর্থ সংকট চলছে, সেটা সবাই জানে। তবে বিদ্যুৎ উৎপাদনকারীদের হাত-পা বাঁধা। অর্থ না পেলে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব নয়, যা গরমে প্রভাব ফেলবে।

বহুজাতিক কোম্পানি শেভরন ও এলএনজি সরবরাহকারী কোম্পানিগুলোর বকেয়া প্রায় ৫ হাজার কোটি টাকা। জ্বালানি তেল কোম্পানিগুলো বিপিসির কাছে পাবে প্রায় ৫ হাজার কোটি টাকা।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. বদরূল ইমাম বলেন, কয়লা, এলএনজি, তেলসহ দেশের জ্বালানি খাত আমদানিনির্ভর। বকেয়ার কারণে গত বছর বিপাকে পড়েছিল এ খাত। সময়মতো অর্থ ছাড় না হলে নিরবচ্ছিন্ন জ্বালানি মিলবে না। এতে গরমে দেশে লোডশেডিং বেড়ে যেতে পারে।

জুন পর্যন্ত অর্থ চাহিদা
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, গরমে জ্বালানি চাহিদা মেটাতে ও বকেয়া শোধ করতে অর্থ বিভাগের কাছে বাড়তি টাকা চাওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগের একজন কর্মকর্তা জানান, চলমান ও বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের জন্য জুন পর্যন্ত ১৪ হাজার ৩০ কোটি টাকা (১১৫ কোটি ডলার) লাগবে। এর মধ্যে ভারত থেকে আমদানি করা বিদ্যুতের (আদানি বাদে) বিল শোধে কমপক্ষে ৯ হাজার ৬৮ কোটি টাকা প্রয়োজন। বাকি টাকা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর কয়লা আমদানির জন্য ব্যবহার করা হবে। এ ছাড়া মার্চ থেকে জুনের মধ্যে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর বিল পরিশোধে অতিরিক্ত ৭ হাজার ৬৭৩ কোটি টাকা চেয়েছে বিদ্যুৎ বিভাগ।

১১ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে লাখ কোটি টাকা

চলতি মাস থেকে জুনের মধ্যে ৩৬টি এলএনজি কার্গো আমদানির জন্য জ্বালানি বিভাগ ২০ হাজার ৩৮৮ কোটি টাকা চেয়েছে। এর মধ্যে ৫ হাজার ৭৭০ কোটি টাকা চাওয়া হয়েছে এলএনজি আমদানির বকেয়া বিল শোধ করতে। একই সময়ের মধ্যে জ্বালানি তেল আমদানি বিল ও ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশনের (আইটিএফসি) ঋণ পরিশোধে ২০ হাজার ৯২৩ কোটি টাকা লাগবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ৬৩ কোটি জুন টাকা নিরবচ্ছিন্ন পর্যন্ত প্রয়োজন: বিদ্যুত বিদ্যুৎ সরবরাহে হাজার
Related Posts
তারেক রহমানের নিরাপত্তার

তারেক রহমানের নিরাপত্তায় জিয়া উদ্যান ও স্মৃতিসৌধের আশপাশে বিজিবি মোতায়েন

December 26, 2025
যাত্রীবাহী দুই লঞ্চের

যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৮

December 26, 2025
লঞ্চে ভয়াবহ সংঘর্ষ

যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৮

December 26, 2025
Latest News
তারেক রহমানের নিরাপত্তার

তারেক রহমানের নিরাপত্তায় জিয়া উদ্যান ও স্মৃতিসৌধের আশপাশে বিজিবি মোতায়েন

যাত্রীবাহী দুই লঞ্চের

যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৮

লঞ্চে ভয়াবহ সংঘর্ষ

যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৮

কারাবন্দি ভোট

কারাবন্দিরা যেভাবে ভোট দিতে পারবেন

তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে : চরমোনাই পীর

আট দল।

জামায়াত জোটে থাকছে না চরমোনাই পীর-মামুনুলের দল!

স্বীকারোক্তিমূলক জবানবন্দি

দিপু হত্যায় ৪ আসামির আদালতে স্বীকারোক্তি

সর্বনিম্ন তাপমাত্রা

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা

বাংলাদেশের অবস্থান ৬১ তম

বৈশ্বিক গবেষণায় বাংলাদেশের উল্লম্ফন: নেচার ইনডেক্সে ৬১তম অবস্থান

তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের অর্জন: হাসনাত আবদুল্লাহ

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.