বিনোদন ডেস্ক : ২৩ আগস্ট, শুক্রবার ছিল জন্মাষ্টমী। এইদিন সারা ভারত জুড়ে পালিত হয়েছে কৃষ্ণের জন্মোৎসব। এমনকি জন্মষ্টমী পালন করেছেন টলি ও বলি সব তারকারাও। তারকারাও যোগ দিয়েছিলেন এই উৎসবে। প্রত্যেকবারের মতো নিজের বাড়িতে জন্মষ্টমী সেলিব্রেট করলেন বলিউড বাদশা শাহরুখ খানও।
জন্মাষ্টমী উপলক্ষে রীতি মেনে কিং খান শাহরুখের মান্নতে হন ‘দহি হান্ডি’ উৎসব। নিরাপত্তারক্ষীর কাঁধে উঠে শাহরুখ নিজেই নারকেল দিয়ে ‘দহি হান্ডি’ ফাটিয়ে উৎসব উদযাপন করেন। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে কিং খানের এই ভিডিয়ো।
গত বছরও ছোট ছেলে আব্রামকে নিয়ে জন্মাষ্টমী পালন করেছিলেন বাদশা। সেবছর অবশ্য দহি হান্ডি ফাটিয়েছিল ছোট্ট আব্রাম। তবে এবার শাহরুখের ‘দহি হান্ডি’ ফাটানো নিয়ে শুরু হয়েছে জোর সমালোচনা। কেউ প্রশ্ন তুলেছেন ‘হান্ডি’ ফাটানোর জন্য দেহরক্ষীর কাঁধে কেন উঠেছেন শাহরুখ? কারোর বক্তব্য, দেহরক্ষীর কাঁধে না উঠে শাহরুখের উচিত নিজে পরিশ্রম করা। তবে ‘হান্ডি’ ফাটানোর পর কিং খানকে দেহরক্ষীর মাথা পরিষ্কারও করতে দেখা যায়। বাদশার এই আচরণের জন্য কেউ কেউ আবার তাঁর প্রশংসাও করেছেন।
প্রসঙ্গত, শুধু জন্মাষ্টমীই নয়স শাহরুখের বাড়িতে ইদ থেকে গণেশ পুজো সব উৎসবই সাড়ম্বরে পালিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।