অফিসে দেরি করে এলে চাকরি যাওয়ার ঘটনা নতুন নয়। কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই নিয়মিত অফিসে পৌঁছানোয় চাকরি হারানো, এ যেন উল্টো দুনিয়া! স্পেনে এক নারী কর্মীর সঙ্গে এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছে একটি ডেলিভারি প্রতিষ্ঠান।
জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, স্পেনের আলিকান্তে শহরের একটি ডেলিভারি কোম্পানিতে কর্মরত ওই নারী প্রতিদিন সকাল ৬টা ৪৫ থেকে ৭টার মধ্যে অফিসে উপস্থিত হতেন। অথচ তার চুক্তিভুক্ত কর্মঘণ্টা শুরু হওয়ার কথা সকাল ৭টা ৩০ মিনিটে। শুধু আগেভাগেই আসতেন না, সহকর্মীরা পৌঁছানোর আগেই তিনি নিজে থেকে কাজ শুরু করে দিতেন।
কোম্পানি প্রথমবার তাকে ২০২৩ সালে সতর্ক করে। এরপরও আচরণে পরিবর্তন না আসায় প্রতিষ্ঠানটি তাকে বারবার লিখিত ও মৌখিকভাবে সতর্কবার্তা দেয়। কিন্তু তাতেও তিনি নির্ধারিত সময়ের আগেই আসা বন্ধ করেননি।
অবশেষে চলতি বছর প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ এ আচরণকে ‘কর্মসংস্থান নীতির প্রতি গুরুতর অবাধ্যতা’ হিসেবে উল্লেখ করে ওই নারী কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেয়।
আগেভাগে এসে কাজ করা যা সাধারণত কর্মঠতার উদাহরণ ধরা হয় সেটাই যে কারও চাকরি কেড়ে নিতে পারে, স্পেনে এই ঘটনা আবারও তা প্রমাণ করল।
চাকরিচ্যুত হওয়ার পর ভুক্তভোগী নারী আদালতে মামলা করলে কোম্পানির ব্যবস্থাপনা বিভাগ জানায়, নির্ধারিত সময়ের আগে তার জন্য কোনো কাজ প্রস্তুত থাকত না। তাদের দাবি, সতর্ক করার পরও নির্দেশনা মানতে অনীহা প্রতিষ্ঠানটির সঙ্গে তার পেশাগত সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। সবকিছু বিবেচনায় আদালত কোম্পানির পক্ষেই রায় দেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



