আবু সাঈদ, বেরোবি প্রতিনিধি: আগামী নির্বাচনের আগে জুলাই আন্দোলনে হত্যার বিচার ও জুলাই সনদ দাবি করেছেন শহীদ পরিবারের সদস্যরা।
জুলাই শহীদ দিবস ও আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাৎবার্ষিকীতে এ দাবি তোলেন তারা।
বুধবার (১৬ জুলাই) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত শহীদ আবু সাঈদের শাহাদাৎবার্ষিকীর আলোচনা সভায় এই দাবি জানান শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা শামসি আরা জামান কলি ও শহীদ আব্দুল্লাহ আল তাহিরের মা।
বিশেষ অতিথির বক্তব্যে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা বলেন, ‘আমাদের সন্তানেরা জিজ্ঞেস করে জুলাই সনদ কবে পাব। সনদ তাদেরকে আশ্বাস দেই যে জুলাই সনদ পাব। জুলাই সনদ ও স্বীকৃতি না পেলে অস্তিত্ব সংকটে পড়ব। আমরা জুলাই সনদের আগে নির্বাচন চাই না। আমাদের সন্তান হত্যার বিচার চাই। আমরা নির্বাচনের আগেই সকল শহীদের হত্যাকান্ডের বিচার চাই।
এছাড়া অনুষ্ঠানে শহীদ আব্দুল্লাহ আল তাহিরের মাসহ উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা অন্তর্বর্তী সরকারের আমলে নির্বাচনের আগেই জুলাই হত্যাকান্ডের বিচার দাবি জানান।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয়েছে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে। তিনি বক্তব্যে সন্তান হত্যার বিচারের দাবি জানিয়ে বলেন, ‘আমরা নির্বাচনের আগে যত দ্রুত সম্ভব ছেলে হত্যাকান্ডের বিচার চাই।’
মঞ্চে বিশেষ অতিথি হিসেবে রংপুর বিভাগের ২২ শহীদ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ আয়োজনে যোগ দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল, পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব সিদ্দিক জোবায়ের এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শওকাত আলী।
এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক – শিক্ষার্থী, রংপুরের জুলাই আন্দোলনকারী শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।