বিনোদন ডেস্ক : দিন যত গড়াচ্ছে টালিউড অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে অভিনেত্রী সংসদ সদস্য নুসরাত জাহানের ঘনিষ্ঠতা তত বাড়ছে। এবার সব বাধা কাটিয়ে ‘রোমিও-জুলিয়েট’ গেলেন ডেটে।
বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত এবং তৃণমূলের এমপি নুসরাত জাহান। বাইরে দুপক্ষের ঝড়। কিন্তু তাতে কী? তাদের অন্তরে তো শান্তি ও প্রেম।
ডেটে গিয়ে ছবি পোস্ট করলেন নুসরাত ও যশ। নিজেদের নয়, নানা রঙের ডেজার্টের ছবি নুসরতের ইনস্টাগ্রাম স্টোরিতে।