জুমবাংলা ডেস্ক : মেয়র হিসেবে আমি সফল ছিলাম; বললেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ৩টায় দক্ষিণ সিটির নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি সাইদ খোকন। এ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি আমার অভিভাবক। তিনি যা ভালো মনে করেছেন তা করেছেন।
ফজলে নূর তাপসের নির্বাচনি প্রচারণায় তার সমর্থন থাকবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নেত্রী এবং পুরান ঢাকার মানুষের সাথে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নিবো। এ সময়, মেয়র খোকন দাবি জানান, তিনি ইতিবাচক পরিবর্তনের শুরু করেছিলেন।
এ সময় তিনি আরও বলেন, আমি আমার এলাকার মৌলিক সমস্যার সমাধান করতে পেরেছি বলে আমার বিশ্বাস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।