বিনোদন ডেস্ক: বিয়ে-অন্তঃসত্ত্বার সংবাদের পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়ে ফের আলোচনায় এসেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি । কথা ছিল, ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবেন তিনি। তবে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন পরীমনি। শনিবার দুপুরে গণমাধ্যমকে এ বিষয়ে নিশ্চিত করেছে পরীর স্বামী শরিফুল রাজ।
শরিফুল রাজ বলেন, ‘শারীরিক পরিস্থিতি বিবেচনায় পরীমনি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। তাকে ডাক্তার দেখানোর জন্য দ্রুত ভারতে যাওয়ার পরিকল্পনা রয়েছে।’
শিল্পী সমিতির নির্বাচনে পরীর মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে কি না, এমন প্রশ্নে ইলিয়াস-নিপুণ প্যানেলের সহ-সাধারণ সম্পাদক প্রার্থী সাইমন সাদিক গণমাধ্যমকে বলেন, ‘পরী আমাদের জানিয়েছে ব্যাপারটি। আমরা ইসির সঙ্গে কথা বলব। তিনিই বাকি সিদ্ধান্ত নেবেন, যদিও মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ।’
এখনো প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ আছে কি না? জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন গণমাধ্যমকে বলেন, ‘আজকে (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রত্যাহারের সুযোগ ছিল। উনার বিষয়টি আমরা আরও পরে জানতে পেরেছি। ৪৪ জনের মনোনয়নপত্র পেয়েছি আমরা। ৪৪ জন প্রার্থীর খসড়া তালিকাও তৈরি করেছি। আগামীকাল (রবিবার) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করব। ব্যালেটে পরীমনি নাম থাকবে, ছবি থাকবে। এখন আর প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ নেই।’
এর আগে চলমান মাদক মামলায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য পদ সাময়িক স্থগিত করা হলেও পরীমনির উত্তরে সন্তুষ্ট হয়ে পদ ফিরিয়ে দেওয়া হয়।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন আগামী ২৮ জানুয়ারি। এবার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।