জুমবাংলা ডেস্ক : আসন্ন পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সল আমিন। তার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর ঠাকুরগাঁও পৌরসভায় অন্য একজনকে প্রার্থী করেছে বিএনপি। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে অনেকেই এর কারণ খোঁজার চেষ্টা করছেন।
ভোট থেকে সরে দাঁড়ানোর কারণ নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন মির্জা ফয়সল আমিন। তার দাবি— পৌর নাগরিকদের দেয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়িই তিনি এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না।
মির্জা ফখরুলের ভাই মির্জা ফয়সল বলেন, ঠাকুরগাঁও পৌরসভার উন্নয়নে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই প্রতিশ্রুতি আজও পূরণ হয়নি।