বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির নির্বাচনে এবার সভাপতি পদে লড়তে চান জনপ্রিয় অভিনেত্রা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি ইলিয়াস কাঞ্চন। চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। শিগগির ঘোষণা হবে নির্বাচনী তফসিল। এর মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন অনেক তারকা।
নির্বাচনের বিষয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, আমার নির্বাচনের খবরে আমি বিব্রত। গণমাধ্যমের কাছে এমন খবর আশা করিনি। আমি নির্বাচন করলে, অবশ্যই গণমাধ্যম কর্মীদের নিজ দায়িত্ব জানাবো। এমন খবর গুঞ্জন ছাড়া কিছুই নয়।
উল্লেখ্য, ১৯৮৯-১৯৯০ সালের শিল্পী সমিতির কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন ইলিয়াস কাঞ্চন। চলচিত্র জগতের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা ‘বেদের মেয়ে জোছনা’। এই সিনেমার মধ্য দিয়ে সবচেয়ে আলোচনায় আসেন তিনি।
১৯৯৮-২০০৫ এ সময়ে তিনি চলচ্চিত্রে অশ্লীলতার কারণে অভিনয় থেকে সরে যেতে থাকেন। পরে ২০০৫ সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে শাস্তি চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। পরিচালন হিসেবে নাম লেখান, বাবা আমার বাবা চলচিত্রের মাধ্যমে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।