জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৮ জানুয়ারি) বিকেলে গণভবনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এ ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
শেখ হাসিনা বলেন, আপনারা এ নির্বাচন পর্যবেক্ষণ করেছেন এ জন্য বাংলাদেশের জনগণ সত্যিই খুব আনন্দিত। যারা নির্বাচন পর্যব্ক্ষেণ করেছেন এবং নির্বাচন নিয়ে মতামত দিয়েছেন যেটা আমি মনে সেটা অত্যন্ত সময়োপযোগী। সেজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।
তিনি বলেন, আমরা সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। আমার সব সময় একটা কথা মনে হয়েছে আমার বাবা যে আদর্শ নিয়ে রাজনীতি করেছে, এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছে, আমাকে সেই কাজটি সম্পন্ন করতে হবে। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। ২০২৪ সালের নির্বাচনে বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটকে বিজয়ী করেছে।
প্রসঙ্গত, এবারের নির্বাচনে বিজয়ী হওয়ায় ২০০৯ সাল থেকে টানা চতুর্থ ও মোট পঞ্চমবারের মতো সরকার গঠন করবে আওয়ামী লীগ। আর দলটির সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।