জুসবাংলা ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, মানুষ চায় জনগণের (নির্বাচিত) সরকার এবং সেই সঙ্গে জনগণের সরকারের সিদ্ধান্তেই দেশের ধ্বংসস্তূপ হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও পুনর্গঠন হবে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। গত ১৫ বছর ধরে তারা ভোট দিতে পারে নাই। আওয়ামী স্বৈরাচার সরকারের এদেশের জনগণের ভোটের প্রয়োজন ছিল না। তাদের প্রয়োজন ছিল শুধু আজ্ঞাবহ। কিছু লীগ, কিছু সন্ত্রাস, কিছু দুষ্কৃতকারী, কিছু ষড়যন্ত্রকারী।
মঙ্গলবার বিকালে রাজধানী পল্লবীর ‘ধ’ ব্লকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বৈরাচারের দোসররা এখনো রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে উল্লেখ করে আমিনুল হক বলেন, আমরা বার বার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি- আপনারা দ্রুত সময়ের ভেতরে স্বৈরাচারের দোসরদেরকে অপসারণ করে নির্মূল করুন। আইনের আওতায় এনে জাতির সামনে বিচার করুন। কারণ, তারা ষড়যন্ত্রকারী, তারা স্বৈরাচার- তাদের স্থান বাংলাদেশে হওয়ার কথা নয়।
তিনি আরও বলেন, কিন্তু এই ষড়যন্ত্রকারীরা কিছু লোকের সহযোগিতা নিয়ে এখনো স্বস্থানে বসে আছে। এর দায়ভার এই অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির এই শীর্ষ নেতা বলেন, গত ১৭ বছর ধরে আমরা যখন জনমুখী বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে জনগণের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি, ঠিক তখনও আওয়ামী স্বৈরাচারের দোসররা আমাদেরকে বাধা দিয়েছে। আমাদের ওপরে মামলা-হামলা, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে।গত ১৭ বছরে স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু ভাইয়েরা গুম-খুন ও হত্যার স্বীকার হয়েছে, অনেকে পঙ্গুত্ববরণ করে অসহায় জীবনযাপন করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।