বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নাট্য ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।
নির্মাতা চয়নিকা চৌধুরী করোনা পজিটিভ
এ তথ্য নিশ্চিত করে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর বলেন, ‘নির্মাতা চয়নিকা চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। এভার কেয়ার হাসপাতালের ডাক্তার আয়াজের তত্ত্বাবধানে বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। সবাই দিদির সুস্থতার জন্য দোয়া করবেন।’
শোবিজ অঙ্গনের অনেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ তালিকায় রয়েছেন—বরেণ্য অভিনেতা-নির্মাতা আবুল হায়াত। তাকে নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার (৬ এপ্রিল) বাসায় ফিরেছেন তিনি। প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার করোনা পজিটিভ।
এছাড়াও কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমি, গাজী রাকায়েত, চিত্রনায়ক রিয়াজ, শামীমা তুষ্টি প্রমুখ।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool