জুমবাংলা ডেস্ক : বরিশালে রেজাউল করিম রেজা (৩০) নামে এক যুবককে পুলিশি নির্যাতনে মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই বরিশাল নগরীর ধান গবেষণা রোডের এসআই মহিউদ্দিন মাহির বাসভবনে হামলা ও ভাংচুর চালিয়েছেন স্থানীয়রা।
রেজাউল করিম রেজা পুলিশি নির্যাতনে মৃত্যুর অভিযোগ ওঠার পর তার ব্যাখ্যা দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। তাদের দাবি নির্যাতনে নয়, রেজার বাম পায়ের সংযোগস্থলে ক্ষত ছিল। সেখান থেকে রক্তক্ষরণ হয়েই মৃত্যু হয়েছে রেজার।
রোববার সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি ইমেইল বার্তায় বিষয়টির ব্যাখ্যা দেয়া হয়।
ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়- হাজতি আসামি রেজাউল করিম রেজা ২৪নং ওয়ার্ডের হামিদ সড়কের বাসিন্দা ইউনুস মিয়ার ছেলে। শনিবার রাত ১২টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সংক্রান্তে প্রাথমিকভাবে জানা যায়, বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ ২৯ ডিসেম্বর রেজাউল করিম রেজাকে মাদকসহ গ্রেফতারপূর্বক তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানার মামলা নং-৭১, জি আর-৮৫৩/২০, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১৪(ক)/১৯(ক) রুজু করা হয়।
তদন্তকারী কর্মকর্তা ৩০ ডিসেম্বর আসামিকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করেন। আদালতের আদেশে ওই দিনই অর্থাৎ ৩০ ডিসেম্বর তাকে কেন্দ্রীয় কারাগার, বরিশালে প্রেরণ করা হয় এবং কারা কর্তৃপক্ষ তাকে বুঝে নেন (যাহার হাজতি নং- ৬৬৩১/২০)। কারাগারে প্রেরণের ২ দিনেরও অধিক সময়ের পর ১ জানুয়ারি রাতে ওই আসামি কারা অভ্যন্তরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিকভাবে কারা হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়।
অবস্থার উন্নতি না হওয়ায় ওই রাতে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। শেবাচিম হাসপাতালের প্রিজন সেলের দায়িত্বে থাকা কারারক্ষীদের মাধ্যমে তাকে প্রিজন সেলে রেখে চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যু সংক্রান্তে কোতোয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা নং-২/২১, রুজু করা হয়।