বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ইউটিউবকেন্দ্রিক নাটকে তার ব্যস্ততা বেশি। একাধিক নায়িকার সঙ্গে জুটি বেঁধে কাজ করলেও, নিলয়-হিমি জুটি বেশ জনপ্রিয়। এবার ‘সুইট প্রেমিক’ নামে একটি নাটকে তাকে দেখা যাবে এমন ব্যতিক্রম চরিত্রে।
এতে তার বিপরীতে রয়েছেন তানিয়া বৃষ্টি, শান্তি রহমান, অর্পা, স্নেহা, অরিন ও অন্বেষা। এছাড়াও দেখা যাবে মনিরা মিঠু, মাসুম বাসারকে।
তবে অভিনেতা নিলয় আলমগীর গত মাসে যুক্তরাষ্ট্রে গিয়েছেন। দেশে ফিরেছেন কি না, সেটা ভক্তদের জানাননি।
ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘চাচিকে বললাম, চুল কাটা ভালো না হলে টাকা দেব না। চাচি বললেন, “তোমাকে আমার ভালো লাগছে, টাকা লাগবে না, কিন্তু ডলার দিয়ো।”
আলমগীর হোসেন নিলয় ২০০৯ সালে বিএফডিসি, মার্কেট একসেস গ্রুপ ও এনটিভি আয়োজিত ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলী রোড’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।