Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: আগামী অক্টোবরে নিলামে উঠছে অষ্টাদশ শতাব্দীর দুর্মূল্য দুটি চশমা। ওই চশমায় সাধারণ কাচের পরিবর্তে ব্যবহার করা হয়েছে হীরা এবং পান্না। দুটির ফ্রেমেই বসানো ছোট ছোট হীরা। দাবি করা হচ্ছে, রত্নখচিত চশমাগুলো মোগল আমলের।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিলামে ওই চশমা দুটির দাম উঠতে পারে ৩৫ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ কোটি টাকা।
‘সদবি’ নামে একটি সংস্থা এ নিলামের আয়োজক। এ সংস্থার চেয়ারম্যান এডওয়ার্ড গিবস দাবি করেছেন, ওই চশমাগুলো মোগল আমলের।
তিনি বলেন, যত দূর আমি জানি, এগুলোর মতো চশমা আর নেই।
সিএনএন বলছে, নিলামে তোলার আগে চশমা দুটি নিউইয়র্ক, লন্ডন ও হংকংয়ে প্রদর্শন করা হবে।
প্রত্নতাত্ত্বিকদের ধারণা, ভারতের গোলকোণ্ডায় ২০০ ক্যারেটের হীরা এবং কলম্বিয়ান পান্না দিয়ে ওই চশমাগুলো তৈরি করা হয়েছিল।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.