জুমবাংলা ডেস্ক: নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরার অপরাধে ৮০০ কেজি সামুদ্রিক মাছ, ৩টি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ৩৭ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন বিষখালি নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।
রবিবার (২৩ মে) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, পরবর্তীতে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলেদের জরিমানা করা হয় এবং মাছগুলো নিলামে বিক্রি করা হয়।
আমিরুল হক আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ মৎস্য সম্পদ সংরক্ষেণে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সর্বমোট ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযান এবং বানিজ্যিক ট্রলার দিয়ে মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এ উপলক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের দায়িত্বাধীন সমুদ্র এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


