আন্তর্জাতিক ডেস্ক: ইরান ঘোষণা করেছে, আমেরিকা যতক্ষণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত দেশটির কোনো পরমাণু তৎপরতা বন্ধ হবে না। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা হবে না, এমনকি এই তৎপরতার গতিও কমানো হবে না। খবর পার্সটুডে’র।
আজ (শুক্রবার) আরো পরে যখন ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠক হতে যাচ্ছে তখন এ বক্তব্য দিয়েছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও ভিয়েনা বৈঠকে ইরানি প্রতিনিধিদলের প্রধান সাইয়্যেদ আব্বাস আরাকচি।
ইরানে পুরোদমে শতকরা ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলছে জানিয়ে আরাকচি বলেন, এই প্রক্রিয়া থামাতে হলে আমেরিকাকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে।