Advertisement
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে ২৫০ জনের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা শহরের বাটার মোড়, চৌরঙ্গি মোড়, কালিবাড়ি ও বড় বাজার এলাকায় রিকসা ও ভ্যান চালক, পথচারীদের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়।
এতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
এ সময় অর্থ সম্পাদক সোহেল রানা, দফতর সম্পাদক মিঠু মিয়া, সদস্য জুয়েল আহমেদ, আতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতারা জানান, জেলা প্রশাসনের সহায়তায় আড়াই’শ জনের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে। এ সময় তাদের মাঝে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।