Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home নীলফামারীতে জমির উর্বরা শক্তি ফেরাতে তিল চাষে সরব কৃষক
    অর্থনীতি-ব্যবসা কৃষি জাতীয় বিভাগীয় সংবাদ

    নীলফামারীতে জমির উর্বরা শক্তি ফেরাতে তিল চাষে সরব কৃষক

    জুমবাংলা নিউজ ডেস্কJune 16, 20203 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক: কৃষি থেকে প্রায় হারিয়ে যাওয়া তিল চাষে এখন সরব জেলার কৃষক। অন্য ফসলের মাঝামাঝি সময়ে ফেলে রাখা জমিতে তিল চাষ করে বাড়তি আয় করছেন তারা।

    কৃষকরা বলছেন, ফসলের আচ্ছাদনে মাটির রস ও জৈব পদার্থ সংরক্ষিত থাকায় মাটির উর্বরতা বৃদ্ধি পায়। এতে কম খরচে পরবর্তী ফসলের উৎপাদন বেশী হয়।

    খাবার তেল হিসেবে তিলের তেল বেশি স্বাস্থ্যকর। তিলের নাড়–, খাজা জনপ্রিয় মুখরোচক খাবার। প্রসাধনী শিল্পেও তিলের চাহিদা প্রচুর। পাশপাশি তিলের রয়েছে পুষ্টি এবং ওষুধী গুণ। আধুনিক কৃষি ব্যবস্থাপনার ভিড়ে ক্রমাগত হারিয়ে যাচ্ছে তিল। বহুগুণের অধিকারী ওই ফসলটির পুরনো ঐতিহ্য ফেরাতে নিজ উদ্যোগে সহায়ক ভূমিকা পালন করছেন এসব কৃষক।

    জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নে বিভন্ন গ্রাম ঘুরে দেখা গেছে মাঠভরা তিলের ক্ষেত। ফসলের পরিচর্যায় সরব এসব গ্রামের কৃষক। তাদের মতে, রাসায়নিক সারের ব্যবহারে হারিয়ে গেছে জমির উর্বরা শক্তি। তাই উর্বরতা শক্তি ফিরিয়ে আনতে তারা নেমেছেন তিল চাষে। আর এ ফসলে যতœআত্তি, সার, সেচ তেমন কিছুই লাগেনা।

    ইউনিয়নের দুবাছরি গ্রামের কৃষক মোতালেব উদ্দিন তালুকদার (৬০) এবার তিল আবাদ করেছেন দুই বিঘা জমিতে। অনেকে তিল চাষ ছেড়ে দিলেও তিনি সেটি ধরে রেখেছেন দীর্ঘদিন ধরে। তার দেখাদেখি ওই গ্রামে বেড়েছে তিলের আবাদ। ওই কৃষক বলেন,“তিল চাষ করলে জমির উর্বরা শক্তি বাড়ে। রায়সনিক সার ও জমি নিরানীর প্রয়েজন হয়না। কম পরিশ্রম এবং স্বল্প খরচে প্রতি বিঘায় পাঁচ থেকে ছয় মণ ফলন পাওয়া যায়। এক বিঘা জমির ফসল বিক্রি করে ১০ থেকে ১২ হাজার টাকা আয় করা যায়”।

    একই গ্রামের অপর কৃষক আশরাফুল ইসলাম গত তিন বছর ধরে তিলের আবাদ করছেন এক বিঘা জমিতে। তিনি বলেন,“এ তিন বছরে আমার জমির উর্বরা শক্তি বেড়েছে। তিল চাষের পর অন্য ফসলের আবাদ ভালো হচ্ছে”।

    তিনি জানান, তিল গাছের পাতা পড়ে জমির উর্বরা শক্তি অনেক বাড়ে। ফলে পরবর্তী আমন মৌশুমে রাসায়নিক সার ব্যাবহার না করেই ভাল ফসল পাওয়া যায়।

    কৃষক রহমতুল্লাহ (৫৫) জানান, আলু চাষের পর চৈত্র মাসে তিল চাষ করেন এলাকার কৃষকরা। আলুর জমিতে তেমন চাষের প্রয়োজন হয়না। জমি সমান করে তিলের বীজ ছিটালেই চলে। প্রতি বিঘায় প্রয়োজন এক কেজি বীজ। যার বাজার মূল্য ১০০ টাকা। সেচ, সার, নিরাণী ছাড়াই তিন মাসের মধ্যে ফসল উঠে। কোন রোগবালাই না থাকায় কীটনাশক প্রয়োগের প্রয়োজন হয়না। এরপর ওই জমিতে আগাম আমন আবাদের পর আলুর আবাদ করেন তারা।

    তারা জানান, তিল বিক্রি থেকে অর্জিত অর্থ পরিবারে কিছুটা ব্যয় নির্বাহের পর আমন আবাদের কাজে লাগে। আমন আবাদের পর আলু আবাদ পুরোটাই লাভের মধ্যে থাকে। তিল আবাদের ফলে ঋণ কর্জ থেকে মুক্ত হয়েছেন কৃষক।

    জেলা কৃষি সম্প্রসার দপ্তর সূত্র জানায়, আধুনিক কৃষি বিকেন্দ্রীকরণের ভিড়ে ক্রমাগত হারিয়ে যাচ্ছে তেল জাতীয় ফসল তিলের চাষ। তবে রোগবালাই কম হওয়ায় তিল চাষ লাভজনক। চৈত্র মাসের মাঝামাঝি আলু উঠানোর পর আমন আবাদের আগ পর্যন্ত তিন মাস জেলার উঁচু জমিগুলো পড়ে থাকে। কৃষরা ও ফাঁকা সময়টাতে এসব জমিতে তিল চাষে ঝুুঁকে পড়েছেন।

    সদর উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এস.এম রাকিব আবেদীন হিরু বলেন, “পাঁচ বছর আগে স্বল্প পরিসরে এলাকার কৃষক তিল চাষ শুরু করলেও এখন এর সংখ্যা বেড়েছে। লাভজনক হওয়ায় এক গ্রাম থেকে অন্য গ্রামে ছড়িয়ে পড়ছে। তিলের চাষ একদিকে যেমন চাষীর অর্থনৈতিক উন্নয়ন ঘটাচ্ছে, তেমনি জমির উর্বরা শক্তি বাড়াতে কাজ করছে”।

    জেলার কৃষি সম্প্রসারণ বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ওবায়দুর রহমান ম-ল বলেন, “এ জেলার মাটিতে পাঁচ ভাগ জৈব পদার্থ থাকার কথা থাকলেও তা একভাগেরও কম রয়েছে। তিল চাষ মাটির জৈব ঘাটতি পূরণে বড় ভূমিকা রাখছে। এ অঞ্চলে তিল চাষের প্রচলন মাটি ও কৃষকের জন্য অত্যন্ত শুভ খবর”।

    তিনি জানান, জেলায় এবার সাত হেক্টর জমিতে তিল উৎপাদন হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাত মেট্রিকটন। সারাদেশে এবার খরিপ মৌসুমে তিল উৎপদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৬ হাজার মেট্রিকটন। সূত্র: বাসস

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    Related Posts
    ঘূর্ণিঝড় ‘মন্থা’

    ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর দেশের যেসব অঞ্চলে আঘাত হানবে ‘মন্থা’

    October 27, 2025
    দক্ষ কর্মী নেবে জাপান

    বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ কর্মী নেবে জাপান

    October 27, 2025
    DR Yunus

    বাংলাদেশ থেকে ১ লাখ দক্ষ কর্মী নেবে জাপান

    October 27, 2025
    সর্বশেষ খবর
    ঘূর্ণিঝড় ‘মন্থা’

    ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর দেশের যেসব অঞ্চলে আঘাত হানবে ‘মন্থা’

    দক্ষ কর্মী নেবে জাপান

    বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ কর্মী নেবে জাপান

    DR Yunus

    বাংলাদেশ থেকে ১ লাখ দক্ষ কর্মী নেবে জাপান

    IGP

    সংসদ নির্বাচন পুলিশের জন্য চ্যালেঞ্জ : আইজিপি

    মৎস উপদেষ্টা

    ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে : মৎস উপদেষ্টা

    সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকার প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

    ভ্রমণের পেমেন্ট বিকাশ করলেই বিদেশ যাওয়ার সুযোগ, থাকছে ক্যাশব্যাক অফারও

    Jamal

    সীমান্ত থেকে শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেপ্তার

    আওয়ামী লীগের কর্মসূচি

    আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার

    জামালপুরে কাভার্ড

    জামালপুরে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল ৪ জনের

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.