Advertisement
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলা কারাগারের উদ্যোগে অনটনে থাকা দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সামাজিক দূরত্ব মেনে কারাগার প্রাঙ্গণে ৫০ জনের মাঝে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ সময় জেল সুপার (ভারপ্রাপ্ত) আরিফ হোসেন, জেলার মুশফিকুর রহমান ও ডেপুটি জেলার ফৌজিয়া আক্তার উপস্থিত ছিলেন।
জেলা কারাগারের জেলার মুশফিকুর রহমান জানান, খাদ্য সহায়তার মধ্যে ছিল সাত কেজি চাল, দুই কেজি আলু, এককেজি সোয়াবিন তেল, এককেজি মশুর ডাল ও একটি হুইল সাবান।
তিনি জানান, কর্মকর্তা এবং কারারক্ষীদের রেশন থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয় দরিদ্রদের মাঝে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।