নীলফামারী প্রতিনিধি: সরকারের প্রথম পর্যায়ের প্রণোদনা পেয়েছেন নীলফামারীর ১৪৮ জন গ্রাম পুলিশ। এরমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা কর্মসূচির বাস্তবায়ন শুরু হলো জেলাতে।
বুধবার বিকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এলিনা আকতার।
একই সময় সদর উপজেলার ১৫টি ইউনিয়নের প্রত্যেক গ্রাম পুলিশ ও দফাদারকে পার্সোনাল প্রটেকটিভ ইকুপমেন্ট (পিপিই) প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুল মোত্তালেব সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান দিপক চক্রবর্তি ও সান্তনা চক্রবর্তি বক্তব্য দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার জানান, ১ হাজার ৩০০ টাকা হারে ১৪৮ জনকে ১ লাখ ৯২ হাজার ৪’শ টাকা নগদ প্রদান করা হয় অনুষ্ঠানে। গ্রাম পুলিশরাই প্রথম যারা সরকারের প্রণোদনা কর্মসূচিতে প্রথমেই আসলো জেলায়।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের কষ্টের কথা স্মরণ করেই প্রণোদনা কর্মসূচি ঘোষণা করেছেন। যা ইতোমধ্যে বাস্তবায়নও শুরু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।