কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশনের (বিপিডিএ) উদ্যোগে করোনাভাইরাস বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম।
প্রধান আলোচক ছিলেন বিপিডিএ কেন্দ্রিয় কমিটির মহাসচিব ডাঃ রাকিবুল ইসলাম তুহিন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমুদ। বিপিডিএ বিভাগীয়, জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলার প্রায় ৬০ জন পল্লী চিকিৎসক এতে অংশগ্রহণ করে। রংপুর বিভাগীয় কমিটির পক্ষে কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা সমন্বয়কারী মেরিনা আকতার এটির আয়োজন করে। পরে সকলের সম্মতিক্রমে বিপিডিএ এর কিশোরগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়। এতে সভাপতি ডাঃ আরেফিন চৌধুরী অপু ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আখিনুজ্জামানকে করে ৩৬ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। এতে প্রধান উপদেষ্টা করা হয় জাতীয় পার্টির আহ্বায়ক ও এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপনকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।