কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণের মধ্য দিয়ে আজ নীলফামারী জেলার কিশোরগঞ্জে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এজাবুল, বীর মুক্তিযোদ্ধা মাহফুজার রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসেন প্রমুখ।
স্মৃতিচারণের সময় উপজেলা চেয়ারম্যান হঠাৎ প্রধান অতিথির চেয়ার থেকে উঠে বীর মুক্তিযোদ্ধা কেফায়েত হোসেনকে তার চেয়ারে বসালে সবাই হাততালি দিয়ে উঠেন এবং উপজেলা চেয়ারম্যানের উদারতার প্রশংসা করেন।
অন্যদিকে কুচকাওয়াজের বিভিন্ন ডিসপ্লোতে উন্নয়ন, উন্নয়নের স্বপ্ন, বদলে যাওয়ার অঙ্গীকার, জাতির পিতা বঙ্গবন্ধুর সুখি সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়সহ স্বপ্ন-বদলে যাওয়ার চিত্রগুলো দিবসটির কর্মসূচিতে দিয়েছে অন্যমাত্রা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) এস এম শরিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান প্রমুখ।
পরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব ও সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা হয়। এছাড়াও সকল মসজিদ/মন্দির/গীর্জায় জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন, অগ্রগতি ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজত ও প্রার্থনাও হয়। পরে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
বিকালে উপজেলা প্রশাসন একাদশ বনাম গণ্যমান্য একাদশের মাঝে প্রীতি ফুটবল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটির কর্মসূচির সমাপ্তি করা হয়।
অন্যদিকে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে আলোকসজ্জ্বায় সজ্জিতকরণ করা হয় সরকারি-আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবন স্থাপনাসমূহ। প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে এ দিবসটির শুভ সূচনা হয়। এর পরে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়ানো, কুচকাওয়াজ প্রদর্শন ও খেলাধুলা অনুষ্ঠিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।