কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের ২২৫ হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী হওয়ার জন্য বকনা গরু দিয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
ইন্ট্রিগ্রেটেড লাইভলিহুড টেকনিক্যাল প্রোগ্র্রাম, কিশোরগঞ্জ এপি’র আওতায় সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে হতদরিদ্র পরিবারগুলোকে বকনা গরু প্রদান করে বেসরকারি সংস্থাটি।
ওয়ার্ল্ড ভিশনের কিশোরগঞ্জ এপি’র ম্যানেজার পিকিং চাম্বুংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গরু বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম৷
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ রেজাউল আলম স্বপন, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান, চাঁদখানা ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান হাফি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্ৰামের শ্যামল মন্ডল, আমজাদ হোসেন ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।