কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ১৮ কিলোমিটার রাস্তার দুই ধারে কৃষ্ণচূড়া, কদম, জারুল, বকুল, পলাশ এবং সোনালুসহ বিভিন্ন শোভাবর্ধক ফুলের গাছ লাগানোর কর্মসূচির আজ (২৭ মে) উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-আলম সিদ্দিকী।
নান্দনিক কিশোরগঞ্জ গড়ি কর্মসূচির টিম লিডার রংপুরের সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক লায়ন মোঃ আজহারুল ইসলাম দুলালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু সায়েম লিটন, নান্দনিক কিশোরগঞ্জ গড়ি কর্মসূচির সদস্য বিএডিসি রংপুরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল হাই সজীব, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইবনুল হক সুমন, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি আবু হাসান শেখ তনা, ভোক্তা অধিকার কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান মিঠু, সাদ্দাম হোসেন দীপু, আহসান হাবিব আদর, আসাদুজ্জামান পিয়ালসহ অন্যান্য সদস্যরা।
কিছু স্বপ্নবাজ তরুণের সংগঠন ‘গ্রিন আর্থ, সেফ হার্ট’ এর একটি নান্দনিক কিশোরগঞ্জ গড়ি কর্মসূচির আওতায় বিগত সময়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, উপজেলা পরিষদ ক্যাম্পাস, থানা চত্ত্বর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন, এলাকার ১০টি সামাজিক সংগঠনকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে তাদেরকে গাছের চারা বিতরণ, অনলাইন প্লাটফর্ম জুমের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়ে বাংলা বানান প্রতিযোগিতা, অনলাইনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার সফল আয়োজন করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।