নীলফামারী প্রতিনিধি: নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি ও হুইপ শওকত চৌধুরীকে শনিবার দিবাগত রাতে ঢাকায় গ্রেফতার করা হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান জুমবাংলাকে জানান, শনিবার দিবাগত রাতে ঢাকায় গ্রেফতার করে তাকে সৈয়দপুরে আনা হয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার ব্যাক্তিগত সহকারী অর্থ লেনদেন সংক্রান্ত একটি সিআর মামলা রংপুর আদালতে দায়ে করলে ওই মামলায় শওকত চৌধুরীর বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরওয়ানা জারী করে। যা নীলফামারীর আদালত থেকে সৈয়দপুর থানায় প্রেরণ করা হয়।
আদালতের ওই আদেশে তাকে গ্রেফতার করা হয় বলে জানান আবুল হাসনাত খান।
শওকত চৌধুরী ৯ম জাতীয় সংসদের জাতীয় পার্টির সংসদ সদস্য হওয়ার আগে সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। চলতি বছরের শুরুতে জাতীয় পার্টি থেকে আবার তিনি বিএনপিতে যোগ দেন।
২০১৬ সালে শওকত চৌধুরীর বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। ওই বছরের ১০ মে রাজধানীর বংশাল থানায় করা মামলায় বাংলাদেশ কমার্স ব্যাংক থেকে ১২০ কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলা করেন দুদকের উপপরিচালক মাহবুবুল আলম। ৮ মে করা মামলায় তাঁর বিরুদ্ধে সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
এছাড়া, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এবং যমুনা অ্যাগ্রো কেমিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত চৌধুরী ও তার স্ত্রী মাহবুবা খাতুনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০১৯ সালের ১৪ মে দুদকের প্রধান কার্যালয় থেকে তাদের দুজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।