জুমবাংলা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসুর সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে তিন দিনের মধ্যে পাসপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷
নুরের করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ বুধবার পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশ দেন।
রায়ের পর নুরের আইনজীবী মহসীন রশিদ সাংবাদিকদের বলেন, রায়ের অনুলিপি পাওয়ার তিন দিনের মধ্যে ভিপি নুরকে পাসপোর্ট দিতে বলা হয়েছে৷
তিনি বলেন, ‘আবেদন করে নির্ধারিত সময়ে পাসপোর্ট না পেয়ে স্বরাষ্ট্র সচিব ও পাসপোর্টের ডিজিকে লিগ্যাল নোটিশ দিয়েছিলেন নুর৷ তাঁদের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে তাঁর মক্কেল হাইকোর্টে এই রিট করেন৷’
নুর সাংবাদিকদের বলেন, ‘গত বছরের ২৩ এপ্রিল ইমার্জেন্সি পাসপোর্টের জন্য যথাযথ নিয়মে আবেদন করেছিলাম৷ ২ মে পাসপোর্ট দেওয়ার কথা ছিল৷ কিন্তু রহস্যজনক কারণে দীর্ঘদিন পাসপোর্টটি ঝুলিয়ে রাখা হলো৷ পরে আদালতের শরণাপন্ন হই৷’
ওই রিটের প্রাথমিক শুনানি করে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে৷
রুলে নুরুল হক নুরকে কেন জরুরি ভিত্তিতে পাসপোর্ট দিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়৷ ওই রুলই যথাযথ ঘোষণা করে রায় দিয়েছে উচ্চ আদালত৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।