
নিজস্ব প্রতিবেদক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ সোমবার (২৩ ডিসেম্বর) বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর কিছু ঘটনা ঘটিয়ে মাঝেমধ্যেই আলোচনায় থাকতে চায়।
সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ঢাবিতে নুর ও তার সহযোগীদের ওপর যে হামলার ঘটনা ঘটেছে তা দুঃখজনক, নিন্দনীয়, অমার্জনীয়। আমরা এ ধরনের হামলা সমর্থন করি না। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিচার হবে। তবে বহিরাগতদের নিয়ে নুর কেন ডাকসু ভবনে গেলো বিষয়টি রহস্যজনক। ডাকসুর কাজ ছাত্রদের বিষয় নিয়ে কাজ করা, ভারতের রাজনৈতিক বিষয় তো তাদের কাজ না।
তথ্যমন্ত্রী বলেন, অনেকেই রাজনীতিকে ঘোলাটে করতে চায়, সরকারকে বেকায়দায় ফেলতে চায়। এ ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তারা সরকারকে বেকায়দায় ফেলানোর ঘটনা ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে।
ছাত্রলীগ এই হামলা চালিয়েছে বলে অভিযোগ এসেছে, সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চে ছাত্রলীগের নেতারা ও ছাত্রফ্রন্টের নেতারাও থাকতে পারে। কিংবা মুক্তিযুদ্ধের চেতনায় যেকোনও ছাত্র সংগঠনের নেতারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে। কিন্তু ঘটনাটি ঘটেছে মঞ্চের ব্যানারে।
তিনি বলেন, গত ১১ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সরকারে কাজ করছি। সম্প্রতি আমাদের সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। যারা অনুপ্রবেশকারী তাদের দলে আনা যাবে না। অতীতে রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে। জিয়াউর রহমান রাজনীতিকে রাজনীতির হাট বানিয়েছেন। খালেদা জিয়া তার ষোলকলা পূর্ণ করেছেন। বাংলাদেশ একসময় ছিল ‘তলাবিহীন ঝুড়ি’। আজ এই দেশ আর তলাবিহীন ঝুড়ি নয়, ঝুড়ি উপচেপড়া দেশ। আওয়ামী লীগে নিয়মিত সম্মেলন হয় যা অন্য দলে হয় না। গণতান্ত্রিক পথে আওয়ামী লীগের নেতা নির্বাচিত করা হয়, যা অন্য দলে হয় না। তাই আওয়ামী লীগের সম্মেলন অনেক দলের জন্য অনুকরণীয়।
হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী আমাকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক করেছেন। আমি তার কাছে কৃতজ্ঞ। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই মর্যাদা আমি রক্ষা করবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।