বিনোদন ডেস্ক : গতকাল ০৮ সেপ্টেম্বর ছিল ঢাকা-কলকাতার ব্যস্ত অভিনেত্রী নুসরাত ফারিয়ার জন্মদিন। আর এই অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে চটপটির আবদার করেন ঢাকাই বিউটি কুইন পরীমনি।
রবিবার প্রথম প্রহরেই নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে শুভেচ্ছা জানান পরী মনি। লেখেন, “হ্যাপি বার্থডে মিস নুসরাত ফারিয়া মজহার”। উত্তরে বলেন, “থ্যাংকস আ লট ডিয়ার।”
তবে জন্মদিনের আপ্যায়ন ছাড়া ধন্যবাদ নিতে রাজি নন পরীমনি। তিনি লেখেন, “থ্যাংক ইউ দিলে হবে না। চটপটি খাওয়ানো লাগবে।” তখন ফারিয়া লেখেন, “চলে আসো। সাথে ফুচকাও খাওয়াবো।”
দুই নায়িকার পরস্পরের উদ্দেশে লেখা বার্তা ভক্তরা বেশ পছন্দ করেছেন। অনেকে পোস্টটি শেয়ার করেছেন সোশ্যাল ফোরামে।
এ দিকে দীর্ঘ বিরতির সম্প্রতি চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ দিয়ে সিনেমায় ফিরেছেন পরী মনি। বিপরীতে আছেন সিয়াম আহমেদ।
আর ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে কলকাতার ‘বিবাহ অভিযান’ সিনেমায়। বর্তমানে কাজ করছেন কলকাতার ‘ভয়’ ও ঢালিউডের ‘ঢাকা ২০৪০’-এ। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ইফতেখার চৌধুরীর নাম ঠিক না হওয়া সিনেমায়। আর মুক্তির মিছিলে আছে শাকিব খানের বিপরীতে ‘শাহেনশাহ’। ছবিটি দুর্গাপূজা উপলক্ষে হলে আসছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।