ব্রাজিলিয়ান তারকা নেইমারকে নিয়ে নেটফ্লিক্সের চমক

বিনোদন ডেস্ক : এবার ফুটবল ভক্তদের সামনে নেইমারকে নিয়ে দারুণ এক চমক দেখাতে হাজির সিনেমা, সিরিজ দেখার তুমুল জনপ্রিয় এই প্লাটফর্ম নেটফ্লিক্স। ইতোমধ্যে ব্রাজিলিয়ান তারকা নেইমারের জীবনী নিয়ে তিন পর্বের প্রামাণ্যচিত্র ‘নেইমার: দ্য পারফেক্ট ক্যাওস’-এর ট্রেইলার প্রকাশ করেছে জনপ্রিয় এই ওটিটি প্লাটফর্মটি। যার ট্রেইলার এরই মধ্যে দারুণ সাড়া ফেলেছে দর্শক মনে।

নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র কিংবা সংক্ষেপে নেইমার। মেসি-রোনালদোর যুগেও নিজ প্রতিভার গুণে আলো ছড়িয়েছেন যেসব তারকা, নেইমার তাদের মধ্যে অন্যতম। কিন্তু কীভাবে এতটা পথ এলেন নেইমার? কীভাবে এই আকাশছোঁয়া জনপ্রিয়তা ও তরুণ প্রজন্মের ভালোবাসা এসে ধরা দিল তার সামনে?

নেইমারের ক্যারিয়ারের সেই পথযাত্রাকেই তুলে ধরা হবে প্রামাণ্যচিত্রের মাধ্যমে। এ ছাড়াও ডেভিড বেকহাম, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের মতো ফুটবল দুনিয়ার আরও কিছু রথী-মহারথীদের সঙ্গে সাক্ষাৎকারও দেখানো হবে প্রামাণ্যচিত্রে।

ডেভিড চার্লস রদ্রিগেজ পরিচালিত এই ডকুসিরিজের নির্বাহী প্রযোজকদের মধ্যে রয়েছেন লেব্রন জেমস, ম্যাভেরিক কার্টার, ডেভিন জনসন, ড্যানিয়েল সিলম্যান, জামাল হেন্ডারসন, ফিলিপ বায়রন, রস এম ডাইনারস্টাইন, রস জিরার্ড এবং অ্যাংগাস ওয়াল।

জানা গেছে, ২০২২ সালের ২৫ জানুয়ারি ডকুসিরিজটি নেটফ্লিক্সে আরম্ভ হওয়ার কথা রয়েছে।

ভক্তদের চমকে দিলেন তাহসান