আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় উপমহাদেশে বরের পোশাক মানেই শেরওয়ানি-পাগড়ি। তবে এই যুবক সেই গতানুগতিক পথে হাঁটেননি। গৎবাঁধা পোশাকের বাইরে বিয়েতে পরেছিলেন অভিনব পোশাক। আর সেই কারণেই নেটদুনিয়ায় নজর কেড়েছেন তিনি।
ভারতীত সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের কেরালার বাসিন্দা অমল রবীন্দ্রন বিয়েতে মালালায়াম সিনেমার সুপারহিরো ‘মিনাল মুরালি’র সাজে সেজেছিলেন।
ভাইরাল হওয়া বিয়ের ছবিতে দেখা গেছে অমল পরেছেন মিনাল মুরালির অনুকরণে পোশাক। কনের পরনে ছিল সবুজ শাড়ি।
অমলের লাল এবং নীল পোশাকটি সিনেমার টোভিনো থমাসের চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে।
এর আগে ‘সেভ দ্য ডেট’ নামে অমলের একটি প্রিওয়েডিং ভিডিও অনলাইনে ভাইরাল হয়। ওই ভিডিওতেও সুপারহিরোর পোশাক পরেছিলেন তিনি। সেখানে সুপারহিরো রূপে হবু স্ত্রীকে বিপদ থেকে বাঁচাতে দেখা যায় অমলকে। এভাবেই পরস্পরের প্রেমে পড়েন তারা।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে ২৯ বছর বয়সী অমল জানান, সুপারহিরোর পোশাক পরে বিয়ে করার সিদ্ধান্তকে তার স্বজনরা সমর্থন জানিয়েছেন।
তিনি বলেন, ওই ফটোশুটের পর আমার আত্মীয়রা তো ভীষণ খুশি। আমার কাজিনরা তাদের বিয়েতেও সুপারহিরোর পোশাক পরার পরিকল্পনা করে ফেলেছে। যদিও করোনার কারণে তারা আমার বিয়েতে আসতে পারেনি।
‘সেভ দ্য ডেট’ ভিডিওটি দেখার পর অনেকেই তাদের বিয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান অমল।
View this post on Instagram
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।