নেটমাধ্যমে যশ-নুসরাতের ভিডিও ভাইরাল!

যশ-নুসরাতের ভিডিও

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী নুসরাত জাহান অনেক আগেই নিজেকে রাঙিয়ে নিয়েছেন অভিনেতা যশের ভালোবাসার রঙে। তাদের দু’জনের প্রেমচর্চাও যেন সুপারহিট সোশ্যালে। শুধু প্রেমই নয়, স্বামী-স্ত্রীর মতো মান-অভিমান ও ঝগড়াও করেন যশ-নুসরাত।
যশ-নুসরাতের ভিডিও
তবে এই অভিনেত্রী সবসময় সমালোচনার মধ্যেই থাকেন। তার বিভিন্ন আচার আচরণে নেটিজেনরা কটাক্ষ করেন তাকে। তবে সেসব থোড়াই কেয়ার করেন এই অভিনেত্রী। তিনি নিজের মতো নিজে চলতেই ভালোবাসেন।

স্বামী যশকে নিয়ে বেশ আনন্দেই আছেন তিনি। এবার যশ সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে নতুন ভিডিও আপলোড করলেন। সেখানে তাদেরকে একসঙ্গে টেনিস খেলতে দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, গত বছরই নুসরাতের ব্যক্তিজীবন চর্চায় ছিল টলিপাড়ায়। ছেলে ঈশানের জন্ম দেয়ার পরে নানা চর্চা ছড়িয়েছিল সেই সময়। গত আগস্টেই এক বছর পূর্ণ হয়েছে ঈশানের। ছেলের জন্মের পরে অভিনেত্রী সন্তানের পিতৃপরিচয় জানান।

অফ-শোল্ডার ড্রেস পরে ঝড় তুললেন জাহ্নবী কাপুর