জুমবাংলা ডেস্ক : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় রংছাতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি ফারুক হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার উপজেলার রংছাতি ইউনিয়নের বেস্তপুর এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফারুক ওয়ার্ডের যুবলীগের সভাপতি হওয়ার সুবোধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তা ছাড়া তার নামে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন আইনসহ একাধিক মামলা রয়েছে।
যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৮ সালের ৯ এপ্রিল উপজেলার রংছাতি ইউনিয়নের রংছাতি উচ্চ বিদ্যালয় মাঠে ৪নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ফারুক রংছাতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সভাপতি পদে নির্বাচিত হয়।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মাজহারুল করিম জানান, ফারুক এলাকায় দীর্ঘদিন ধরে জুয়া ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপর সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বেস্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে ওইদিনই তাকে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।