জুমবাংলা ডেস্ক : ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের বিরুদ্ধে নেত্রকোনায় আইসিটি আইনে মামলা হয়েছে। রোববার দুপুরে পূর্বধলা থানায় মামলাটি করেছেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সহগণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান রতন।
মামলার বিবরণে জানা গেছে, ভিপি নূর ১৪ এপ্রিল ফেসবুক লাইভে আওয়ামী লীগকে জড়িয়ে উসকানিমূলক, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতি ও বিক্ষোভ সৃষ্টির অপচেষ্টা করছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ওসি শিবিরুল ইসলাম। তিনি জানান, শনিবার বিকেলে ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহমুদুল হাসান রতন। অভিযোগটি রোববার দুপুরে মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.