Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: নরওয়ের কাছে উত্তাল সমুদ্রে নেদারল্যান্ডসের একটি জাহাজের ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়। এরপর একদিকে কাত হয়ে যায় জাহাজটি। পণ্যবাহী জাহাজটিতে সাড়ে তিন শ, টন অপরিশোধিত তেল ও ৫০ টন ডিজেল ছিল। জাহাজটির দাম ৭০ লাখ ইউরো। খবর ডয়চে ভেলে’র।
জাহাজে ১২ জন নাবিক ছিলেন। জাহাজটি কাত হয়ে গেলে তারা এসওএস পাঠান। কয়েকজন জাহাজ থেকে সমুদ্রেও নেমে পড়েন। এসওএস দেখেই নরওয়ের কোস্ট গার্ড খোঁজ শুরু করে। হেলিকপ্টারে করে তারা খোঁজে চালায়। এরপর খুঁজে পাওয়া যায় পণ্যবাহী জাহাজটি।
কিছু নাবিক সমুদ্রে নেমে পড়েছিলেন। কয়েকজন জাহাজের ডেকে ছিলেন। সব নাবিককিই উদ্ধার করেছে নরওয়ে কোস্ট গার্ড। কোস্ট গার্ড জানিয়েছে, দেড় দিনের মধ্যে জাহাজটিও তীরে নিয়ে আসা সম্ভব হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।