আন্তর্জাতিক ডেস্ক : লকডাউন নিয়ে তীব্র ক্ষোভের মধ্যে নেদারল্যান্ডসের করোনা পরীক্ষার একটি কেন্দ্রে বিস্ফোরণ হয়েছে। এতে ওই সেন্টারের জানালাগুলো উড়ে গেছে। পুলিশ সন্দেহ করছে, ইচ্ছাকৃতভাবে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। আজ স্থানীয় সময় সকাল ৬টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটেছে বোভেনকারস্পেলে।
পুলিশের ভাষ্য, ধাতব কিছু একটা বিস্ফোরণ ঘটানো হয়েছে। উল্লেখ্য, করোনা মহামারির কারণে সারাদেশে কারফিউ দেয়াকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ আগে এ দেশটির বড় বড় শহরে দাঙ্গা হয়েছে। পুলিশের মুখপাত্র মেন্নো হার্টেনবার্গ বলেছেন, সকাল ৭টার সামান্য আগে এই বিস্ফোরণ ঘটে। কিন্তু কোনো দুর্ঘটনায় এমনটা ঘটেছে বলে মনে হয় না।
সেন্টারটির বাইরে কোথাও বিস্ফোরক পেতে রাখা হয়েছিল বলে মনে হচ্ছে। তবে কি বিস্ফোরিত হয়েছে তা এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না। প্রথমেই তদন্ত করে তবেই এ তথ্য বের করতে হবে।