দেশজুড়ে তরুণদের বিক্ষোভ ও ক্রমবর্ধমান জনঅসন্তোষের মুখে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তার মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন। রোববার (২৬ অক্টোবর) দুই তরুণ ও জনপ্রিয় মুখকে মন্ত্রিসভায় যুক্ত করেন তিনি—যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে বাবলু গুপ্তা এবং স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী হিসেবে ডা. সুধা শর্মা।
ফরাসি বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে জেন-জিদের নেতৃত্বে দুর্নীতি, বেকারত্ব ও অর্থনৈতিক সংকটবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর এই সম্প্রসারণকে তরুণদের ক্ষোভ প্রশমনের কৌশল হিসেবে দেখা হচ্ছে।
রোববার রাষ্ট্রপতি রাম চন্দ্র পাওডেল নবনিযুক্ত দুই মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান।
২৮ বছর বয়সী বাবলু গুপ্তা ‘হান্ড্রেডস গ্রুপ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা, যা দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাদ্য ও শিক্ষা সহায়তা প্রদান করে।
অন্যদিকে, ডা. সুধা শর্মা একজন চিকিৎসক ও লেখক, যিনি মাতৃ ও শিশুস্বাস্থ্য নীতিতে নেতৃত্বের জন্য পরিচিত।
দুজনই গত মাসের বিক্ষোভে তরুণদের দাবির প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন।
গত ৮ ও ৯ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই দুর্নীতি ও বেকারত্ববিরোধী আন্দোলনে রূপ নেয়। আন্দোলনটি পরবর্তীতে সহিংসতায় গড়ায়, যাতে অন্তত ৭৩ জন নিহত হন এবং সংসদ ভবন, আদালত ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগসহ ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে।
প্রধানমন্ত্রীর প্রেস সমন্বয়ক রাম রাওয়াল জানিয়েছেন, প্রধানমন্ত্রী কার্কি আরও দুইজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন। তবে তরুণদের সংগঠনগুলোর সঙ্গে পরামর্শের কারণে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও স্থগিত রয়েছে। রাষ্ট্রপতির কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, তরুণ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষ না হওয়ায় মন্ত্রিসভা সম্প্রসারণের প্রক্রিয়া এখনও অসম্পূর্ণ।
৭৩ বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি গত মাসে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং তিনি আগামী ৫ মার্চের নির্বাচনের দিকে দেশকে পরিচালনা করছেন। কার্কি দেশে স্থিতিশীলতা ফিরিয়ে এনে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



