নেপালে শীর্ষস্থানীয় রাজনৈতিক দলগুলো পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছে। শনিবার এক যৌথ বিবৃতিতে নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএলসহ আটটি দল জানিয়েছে, পার্লামেন্ট বিলুপ্তির সিদ্ধান্ত অসাংবিধানিক। এ তথ্য জানিয়েছে রয়টার্স।
দেশজুড়ে বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার পর এবার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে নেপাল। কাঠমান্ডু ও অন্যান্য এলাকায় শনিবার কারফিউসহ সকল বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। নেপালের অন্তর্বর্তী সরকার হিসেবে সুশীলা কার্কির নিয়োগের একদিন পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কারফিউ তুলে নেওয়ার পরই দোকানপাট, সবজি বাজার এবং শপিং মল পুনরায় খোলা হয়েছে। একাধিক সরকারি ভবনসহ বিভিন্ন এলাকায় চলছে পরিচ্ছন্নতা অভিযান।
নেপাল পুলিশের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, সোমবার থেকে শুরু হওয়া বিক্ষোভ-সহিংসতায় ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ। আহতদের দেখতে শনিবার কাঠমান্ডু হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।