নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সরকারি বাসভবন বালুওয়াতারে মন্ত্রিসভার বৈঠকে তিনি পদত্যাগপত্র জমা দেন। নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট এ খবর জানিয়েছে।
মন্ত্রিসভায় উপস্থিত এক মন্ত্রী স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, কাঠমান্ডুতে ১৭ জন ও ইতাহারিতে ২ জনসহ মোট ১৯ জন নিহত এবং চার শতাধিক মানুষ আহত হওয়ার পর নৈতিক দায়িত্ব স্বীকার করে লেখক পদত্যাগ করেন। নিহতদের বেশির ভাগই ছিলেন সোমবারের জেন-জি বিক্ষোভকারীদের অংশ।
এর আগে দলীয় বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা ও বিশ্বপ্রকাশ শর্মা। যদিও কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা নীরব ছিলেন, লেখক বৈঠকেই নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানান এবং পরে মন্ত্রিসভার বৈঠকে তা আনুষ্ঠানিকভাবে পেশ করেন।
রমেশ লেখক গত বছর ১৫ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।
দুর্নীতি ও জবাবদিহির অভাবের বিরুদ্ধে যুবসমাজের নেতৃত্বে শুরু হওয়া জেন-জি বিক্ষোভ সোমবার আরও তীব্র আকার নেয়। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে পুলিশের গুলিতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
রক্তক্ষয়ী এ ঘটনার পর সরকারের ওপর রাজনৈতিক চাপ তীব্র হয়। এর পরিপ্রেক্ষিতেই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের ঘোষণা দেন লেখক।
এদিকে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। তবে দেশজুড়ে বিক্ষোভের বিস্তার ও সরকারের ওপর চাপ বাড়ায় নেপালি রাজনীতিতে অচলাবস্থা আরও জটিল আকার ধারণ করছে।
ভারতে যাচ্ছে ১২০০ টন ইলিশ, রপ্তানির অনুমতি দিল বাণিজ্য মন্ত্রণালয়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



