নিউইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, গত অক্টোবর থেকে এ বছরের মে মাস পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। এই সময়ের মধ্যে ওই কিশোরীরা ৪১ বছর বয়সী ডোয়াইন গর্ডনের স্প্রিংফিল্ড গার্ডেন্সের বাসায় রাতযাপন করেছে। তখনও তাদের ওপর এমন পাশবিক কর্মকাণ্ড চালায় গর্ডন।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, একজন ভুক্তভোগী জানান তাকে সাদা রঙের একটি ওষুধ খেতে দিয়েছিল গর্ডন। সেটি খাওয়ার পর তার শরীর অবশ হয়েছিল। তিনি চলাফেরা করার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন।
এদিকে পুলিশ গর্ডনের ছবি প্রকাশ করেছে। তারা জানিয়েছে, গর্ডন এখন পলাতক আছে। তিনি জ্যামাইকান উচ্চারণে কথা বলেন বলেও জানিয়েছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।