নোকিয়ার ফিচার ফোনে ৪ জিবি র‌্যাম, একবার চার্জে চলবে ১৮ দিন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় নোকিয়া ফোন নির্মাতা এইচএমডি গ্লোবাল অনেকটা  চুপিসারে আফ্রিকান মার্কেটে তাদের নতুন একটি ফিচার ফোন উন্মোচন করেছে। নোকিয়া ১০৫ আফ্রিকান সংস্করণ নামে বাজারে এসেছে ফোনটি। এই মডেলে রয়েছে ৪ জিবি র‍্যাম, কিউভিজিএ স্ক্রিন ও ৮০০ এমএএইচ ব্যাটারি।

নোকিয়ার এই ফেনটিতে রয়েছে ১.৭৭ ইঞ্চির কিউভিজিএ স্ক্রিন। জনপ্রিয় স্নেক মোবাইল গেমসহ আরও ১০টি গেম প্রি-ইনস্টল করা আছে। এই ফোনের ব্যাক শেলটি পলিকার্বোনেট দ্বারা নির্মিত। পাশাপাশি টেকসই ডিজাইন তো আছেই।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনিসক ৬৫৩১ই প্রসেসর। এই ফিচার ফোনটিতে ৪ জিবি র‍্যামের পাশাপাশি ৪ জিবি অনবোর্ড স্টোরেজ সুবিধা রয়েছে। ফোনটি সিরিজ এস৩০+ অপারেটিং সিস্টেমে চলে এবং ২জি কানেক্টিভিটি সাপোর্ট করে।

ফোনে ৮০০ এমএএইচ ব্যাটারি থাকায় ১৮ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই সচল থাকবে এবং ব্যবহারকারী ১২ ঘন্টা পর্যন্ত একটানা কথা বললেও ডিভাইসটি চালু থাকবে।

উল্লেখ্য, নোকিয়া ১০৫ ফোনটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফিচার ফোন। তবে ফোনটির দাম সর্ম্পকে তথ্য জানা সম্ভব হয়নি।

বাংলাদেশে তৈরী শাওমির দ্বিতীয় স্মার্টফোন বাজারে

Previous Article

পেনাল্টি মিসের রেকর্ড মেসির

Next Article

মুক্তাগাছা মুজিববর্ষে গৃহহীনদের জন্য ৪০ ঘর নির্মাণ করা হচ্ছে