বিনোদন ডেস্ক : নির্মাতা এম রহিমের পরিচালনায় এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘জংলি’তে আলো ছড়িয়েছে শিশুশিল্পী নৈঋতা। সিনেমার আবেগী চরিত্র ‘পাখি’ হিসেবে নৈঋতা দর্শকদের মন জয় করে নিয়েছে। তার অভিনয়েই এগিয়েছে সিনেমার কাহিনী।
Table of Contents
দর্শকের চোখে নৈঋতা
‘জংলি’ সিনেমা মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে দেখা গেছে ব্যতিক্রমী সাড়া। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়, অনেকে সিনেমাটি দেখে প্রেক্ষাগৃহে কান্নায় ভেঙে পড়েছেন। কেউ কেউ এমনকি ছবিটি দেখে সন্তান দত্তক নেওয়ার ভাবনাও প্রকাশ করেছেন।
অভিনয়শিল্পী ও নির্মাতারাও নৈঋতার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন। তাদের মতে, ‘জংলি’ সিনেমার মূল শক্তি ও আবেগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই ছোট্ট শিল্পী। নির্মাতাদের মন্তব্য, সিনেমাটির অক্সিজেনই যেন ছিল নৈঋতা।
কে এই নৈঋতা?
নৈঋতা যুক্তরাজ্যে বসবাসকারী বাবা-মায়ের একমাত্র সন্তান। বর্তমানে সে চতুর্থ শ্রেণিতে পড়ছে। এর আগে কিছু টিভিসি ও ফটোশ্যুট করলেও ‘জংলি’ দিয়েই তার সিনেপর্দায় অভিষেক।
অভিনয়ে যুক্ত হওয়ার পেছনের গল্প জানাতে গিয়ে নৈঋতা জানায়, প্রথম অডিশনে তাকে নিয়ে গিয়েছিলেন তার বাবা। এরপর দ্বিতীয়বার মা সঙ্গে যান। সেই অডিশনেই নির্মাতারা তাকে পছন্দ করেন এবং ‘জংলি’তে কাজের সুযোগ পান নৈঋতা।
শুটিংয়ের অভিজ্ঞতা
শুটিংয়ের সময় কষ্ট হলেও তা উপভোগ করেছে নৈঋতা। জানায়, শুটিং চলাকালে একবার তার হাতে আঘাত লাগে এবং একবার পায়ের নখও ভেঙে যায়। গরমের মধ্যে রাত জেগে শুট করতে হলেও ইউনিটের সবার সহানুভূতি ও যত্নে আনন্দ পেয়েছে সে। নৈঋতার কথায়, “কষ্ট হলেও অভিনয় করে ভালো লেগেছে।”
অভিনয়ে আগ্রহ নেই, তবুও সামনে এগিয়ে চলা
নৈঋতা জানায়, তার অভিনয়ে খুব একটা আগ্রহ নেই। তবে তার মা চায় সে নিয়মিত অভিনয় করুক। এই সিনেমার অভিজ্ঞতা তাকে কিছুটা হলেও নতুন অভিমুখ দেখিয়েছে।
আরও পড়ুন: IP69 ওয়াটারপ্রুফ রেটিংসহ লঞ্চ হতে চলেছে realme 14T স্মার্টফোন
‘জংলি’ সিনেমায় পাখি চরিত্রে নৈঋতার আবেগঘন অভিনয় দর্শক ও নির্মাতাদের মুগ্ধ করেছে। যুক্তরাজ্যপ্রবাসী এই শিশুশিল্পী প্রথমবারেই বড় পর্দায় নিজের প্রতিভার ছাপ রেখে দিয়েছে। কঠোর পরিশ্রম আর শুটিংয়ের সময়কার চ্যালেঞ্জ সত্ত্বেও নৈঋতা তার অভিনয় দক্ষতায় প্রমাণ করেছে, সে ভবিষ্যতে আরও বড় কিছু করে দেখাতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।