নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী আইসিই ফেস্ট রিজিওনাল শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী এই আইসিই ফেস্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আশিকুর রহমান খান, কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. বেলাল হোসেনসহ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রতিযোগীরা।
৩০টির অধিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ এর অধিক প্রতিযোগীর অংশগ্রহণে নোবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত দুই দিনব্যাপী আইসিই ফেস্টের ফেস্টের আজকের দিনের ইভেন্টের মধ্যে রয়েছে রিপোর্টিং এন্ড কিট কালেকশন, উদ্বোধনী অনুষ্ঠান , সিটি অলিম্পিয়াড এবং গেমিং কম্পিটিশন।
ফেস্টের দ্বিতীয় দিন আগমীকাল শুক্রবার রিপোর্টিং এন্ড কিট কালেকশন, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন পোর্টাল জুমবাংলা.কম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।