Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home নোবেল পুরস্কারের সোনার মেডেলে কী কী লেখা ও ছবি থাকে
    বিজ্ঞান ও প্রযুক্তি

    নোবেল পুরস্কারের সোনার মেডেলে কী কী লেখা ও ছবি থাকে

    Yousuf ParvezOctober 7, 20244 Mins Read
    Advertisement

    ৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে নোবেল পুরস্কার ঘোষণা। প্রতিবছরের মতো এবারেও পদার্থবিজ্ঞান, রসায়ন এবং চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার দেওয়া হবে সবার আগে। নোবেল পুরস্কারকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচনা করা হয়।

    নোবেল সোনার মেডেল

    নোবেলজয়ীরা অর্থমূল্যের সঙ্গে স্বীকৃতি হিসেবে পান একটি সার্টিফিকেট ও স্বর্ণের মেডেল। এটা বিজয়ীদের জন্য এক বিশেষ সম্মান। তবে মেডেলটি যারা ভালো করে খেয়াল করেছেন, তাঁরা নিশ্চয়ই মেডেলের দুই পাশে দুই ধরনের ছবি দেখে থাকবেন। একপাশে চিরচেনা আলফ্রেড নোবেলের ছবি। কিন্তু অন্য পাশে কিসের ছবি? সেসব ছবির ইতিহাস কী?

    নোবেল পুরস্কারের মেডেল নকশা করেন সুইডিশ ভাস্কর ও খোদাইকার এরিক লিন্ডবার্গ। ১৯০২ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্ব এবং সাহিত্যের জন্য প্রথম স্বর্ণের নোবেলপদক দেওয়া হয়। যদিও নোবেল দেওয়া শুরু হয় ১৯০১ সাল থেকে। কিন্তু ১৯০১ সালে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা হলেও, তাঁদের হাতে পদক তুলে দেওয়া হয়নি। কারণ, এ সময়ের মধ্যে নোবেল কমিটি থেকে মেডেলের দুই পাশের নকশা অনুমোদন পায়নি।

    নোবেল মেডেলের নকশাকারক এরিক লিন্ডবার্গ ও তাঁর পিতা অ্যাডলফ লিন্ডবার্গের মধ্যকার চিঠিপত্র থেকে জানা যায়, ১৯০১ সালের নোবেল বিজয়ীদের প্রথমে একটি সাময়িক পদক দেওয়া হয়েছিল। এই অস্থায়ী পদকে ছিল আলফ্রেড নোবেলের ছবি। তবে সেটা ছিল সংকর ধাতুর তৈরি। আর আমরা এখন যে মেডেল দেখি, সেটা তৈরি করতে আরও কিছুদিন সময় লাগে। ফলে প্রথম স্বর্ণের মেডেল দেওয়া শুরু হয় ১৯০২ সাল থেকে।

    ১৯০২ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত নোবেলের সব মেডেল তৈরি করা হতো সুইডেনের রাজকীয় টাকশালে। নাম রয়্যাল মিন্ট এসকিলস্টুনা মিন্টভারকেট। ২০১০ সাল থেকে নোবেল শান্তি পুরস্কারের মেডেল তৈরির দায়িত্ব পায় নরওয়ের ডেট নর্স্ক মিন্টভারকেট। ২০১২ সাল থেকে নোবেল পুরস্কারের বাকি পদকগুলো তৈরি হয় সুইডেন ও নরওয়ে। এই দুই দেশের টাকশালে যৌথভাবে তৈরি হয় পদকগুলো। আর মেডেল তৈরিতে ব্যবহৃত ছাঁচগুলো তৈরির দায়িত্ব পায় নকশাকারক প্রতিষ্ঠান ‘অ্যান্ডার্স এরিকসন’স অ্যাটেলিয়া’।

    আলফ্রেড নোবেল যেসব বিভাগে নোবেলের কথা বলে গেছেন, অর্থাৎ পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্ব এবং সাহিত্যের মেডেলের একপাশে আলফ্রেড নোবেলের ছবি ব্যবহৃত হয়। সেই প্রতিকৃতিতে দেখা যায়, আলফ্রেড নোবেল শার্ট, জ্যাকেট, ওভারকোট ও একটা বো-টাই পরে আছেন। ধারণা করা হয়, সুইডেনের ফটোগ্রাফার গোস্টা ফ্লোরম্যান আলফ্রেড নোবেলের এই ছবিটি তুলেছিলেন। আর সেই ছবি অনুসারে এরিক লিন্ডবার্গ নোবেল মেডেলের নকশা করেন।

    নোবেল পদকের সামনের দিকে আলফ্রেড নোবেলের প্রতিকৃতির বাঁয়ে ‘ALFR• NOBEL’ লেখা রয়েছে। ডান দিকে ল্যাটিন ভাষায় লেখা আছে ‘NAT• MDCCCXXXIII OB• MDCCCXCVI’। ‘NAT’ শব্দটি ‘natalis’ এর সংক্ষিপ্ত রূপ। এর অর্থ ‘জন্ম’। আর ‘OB’ শব্দটি ‘obitus’ থেকে নেওয়া হয়েছে। এর অর্থ ‘মৃত্যু’। রোমান সংখ্যাগুলো যথাক্রমে ১৮৩৩ ও ১৮৯৬ সাল নির্দেশ করে। এই সাল দুটি আলফ্রেড নোবেলের জন্ম ও মৃত্যুর বছর। আরও ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে, মেডেলের নিচে বাঁয়ের কোণায় ছোট আকারে লেখা ‘E. LINDBERG 1902’। মানে মেডেলটির ১৯০২ সালে এরিক লিন্ডবার্গের নকশা করেছিলেন।

    এ তো গেল মেডেলের একপাশের কথা। কিন্তু অন্য পাশে কিসের ছবি? পদার্থবিজ্ঞান ও রসায়ন মেডেলের অন্য পাশে মিশরের মাতৃত্ব, যাদু এবং ঊর্বরতার দেবী আইসিসের প্রতিকৃতি ব্যবহার করা হয়েছে। তাকে প্রকৃতির দেবী মনে করা হয়। তিনি আকাশে মেঘের ওপর দাঁড়িয়ে এক হাতে কর্নুকোপিয়া ধরে আছেন। কর্নুকোপিয়াকে প্রাচুর্যের প্রতীক হিসেবে বিবেচিত হতো প্রাচীন গ্রিসে। আইসিসের চোখের ডান অংশ আংশিক ঘোমটা দিয়ে ঢাকা।
    তবে বাঁ চোখের ঘোমটা আরেকজন নারী এক হাতে দিয়ে উঠিয়ে রেখেছেন। এই নারীকে রাখা হয়েছে বিজ্ঞানের প্রতিনিধি হিসেবে। এককথায় এ ছবি দিয়ে বোঝায়, প্রকৃতির রহস্য উন্মোচন করছে বিজ্ঞান। তাদের বাঁয়ে ‘নাতুরা’ (NATURA) ও ডানে ‘সেনসিয়া’ (SCIENTIA)’ নামে দুটি ল্যাটিন শব্দ। এর অর্থ যথাক্রমে  ‘প্রকৃতি’ ও ‘বিজ্ঞান’।

    মেডেলের নিচের প্লেটের মাঝামাঝি নোবেল বিজয়ীদের নাম খোদাই করা থাকে। সাধারণত বিজয়ীদের নামের প্রথম ও মাঝের অক্ষর সংক্ষেপে লিখে নামের শেষ অংশ পুরোটা থাকে। তার নিচে রোমান সংখ্যায় বছর উল্লেখ থাকে। অর্থাৎ যে বছর পুরস্কার দেওয়া হয়, সেই সাল। যেমনটি এই মেডেলে দেখা যাচ্ছে ‘A. BOHR / MCMLXXV’।

    এর মানে অউ নীলস বোর ১৯৭৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন। পারমাণবিক নিউক্লিয়াসে যৌথ গতি ও কণার গতির মধ্যকার সম্পর্ক আবিষ্কারের জন্য বেন মোটেলসন এবং জেমস রেইনওয়াটারের সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পান তিনি।

    মেডেলের ডানে ছোট আকারে এরিক লিন্ডবার্গের নাম রয়েছে। আর মেডেলের চারপাশে আরও কিছু লেখা আছে। ওপরের অংশে ল্যাটিন ভাষায় লেখা ‘INVENTAS• VITAM• IUVAT EXCOLUISSE• PER• ARTES’।  রোমান কবি ভার্জিলের লেখা বিখ্যাত বই ঈনিড (Aeneid) কাব্যের ষষ্ঠ খন্ডের ৬৬৩ নং লাইন থেকে বাক্যটি নেওয়া হয়েছে। সহজ ভাষায় এর অর্থ ‘আবিষ্কৃত শিল্পের সাহায্যে জীবনের মান উন্নয়ন’। মেডেলের নিচের অংশে বাঁয়ে ও ডানে যথাক্রমে ‘REG• ACAD• SCIENT• SUEC•’ লেখা আছে। এটার সাহায্যে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস বোঝায়।

    Own the headlines. Follow now-  Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel
    কী? ছবি থাকে নোবেল নোবেল সোনার মেডেল পুরস্কারের প্রযুক্তি বিজ্ঞান মেডেলে লেখা সোনার
    Related Posts
    সেনাপ্রধান

    সেনাপ্রধানের নিজস্ব কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই : আইএসপিআর

    August 13, 2025
    facebook monetization

    ফেসবুক মনিটাইজেশন কীভাবে চালু করবেন? সহজ ধাপে জেনে নিন আয় করার উপায়

    August 13, 2025
    Vertu

    ২৫ লক্ষ টাকায় একটি বাটন ফোন : Vertu-এর বিলাসী গল্প

    August 13, 2025
    সর্বশেষ খবর
    ওয়েব সিরিজ

    ভরপুর রোমান্সের দৃশ্য নিয়ে মুক্তি পেল প্রাইম প্লের নতুন ওয়েব সিরিজ, একা দেখুন!

    WiFi

    ব্রডব্যান্ড, ওয়াই-ফাই ও ইন্টারনেট ব্যবসার বিধান

    Fruits

    কেজিতে ৫০–৬০ টাকা বাড়ল বিদেশি ফলের দাম

    সেনাপ্রধান

    সেনাপ্রধানের নিজস্ব কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই : আইএসপিআর

    বীর্য

    বীর্য দিয়েই হতে পারেন লাখপতি, কোথায় শুক্রাণু দানের ‘রেট’ কত? জেনে নিন

    bfiu

    সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

    হেডেন কন্যা

    ঋষভের প্রতি দুর্বল হেডেন কন্যা!

    খেসারী লাল যাদব

    শাড়ি পড়া রানী চ্যাটার্জীকে কাছে পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যা করলেন খেসারী লাল যাদব, একা দেখুন

    Bikkhob

    প্রবাসী কল্যাণ ভবনে কোরিয়াগামী কর্মীদের বিক্ষোভ

    সোনালী ব্যাংক

    সোনালী ব্যাংক গ্রাহকের হিসাব থেকে ৮৭ লাখ টাকা উধাও!

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.